ওবায়দুল কাদের ও মওদুদের মনোনয়নপত্র সংগ্রহ 

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৮, ০৯:৪৪ পিএম

নোয়াখালী-৫ (কবিরহাট-কোম্পানীগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে কবিরহাট উপজেলা পরিষদে দলীয় নেতাকর্মীদেরকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এ. কে. এম জাফর উল্যাহ, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি, সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, জেলা আওয়ামী লীগের সদস্য আলাবক্স তাহের টিটু, উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর আবির, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ দলের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে একরামুল করিম চৌধুরী বলেন, ওবায়দুল কাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা সকাল সন্ধ্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ দিকে, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এর পক্ষে মনোয়ানপত্র সংগ্রহ করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি।

শনিবার (১৭ নভেম্বর) বিকেল ৩ টায় কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদার, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, পৌরসভা যুবদলের সভাপতি শওকত হোসেন ছগির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. নোমান, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতোয়ার হোসেন পাভেল, পৌর ছাত্রদলের সভাপতি সালা উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক আরিফুল হক আরিফ প্রমুখ।

বিডি২৪লাইভ/এমকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: