‘থ্যাঙ্ক ইউ পিএম’ নিয়ে অভিযোগ পায়নি ইসি

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৮, ০৬:৪২ পিএম

সরকারের উন্নয়নমূলক কাজের জন্য টেলিভিশনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞাপন প্রচার নিয়ে কোনো অভিযোগ পায়নি বলে জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।বিজ্ঞাপন আকারে তা প্রচার হলে এ নিয়ে কোনো সমস্যাও দেখছেন না তিনি।

সোমবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন ইসি সচিব।

ইসি সচিব বলেন, ‘থ্যাঙ্ক ইউ পিএম, এ বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসে নি। আনুষ্ঠানিকভাবে কেউ আমাদের কাছে অভিযোগ দেয় নি। কেউ অভিযোগ দিলে কর্তপৃক্ষ কে তা আমাদের দেখতে হবে।’

বিজ্ঞাপন না হয়ে থাকলে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সচিব।

তিনি বলেন, ‘বিটিভিসহ বেসরকারি টেলিভিশনে বিজ্ঞাপন আকারে গেলে এতে কোনো সমস্যায় নেই। এর জন্য সংশ্লিষ্ট গণমাধ্যম টাকা পাচ্ছে, সেজন্য সমস্যা নেই।’

সরকারের উন্নয়নমূলক কাজের জন্য টেলিভিশনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞাপন প্রচারের বিষয়ে বিএনপির আপত্তি প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে রোববার নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন,‘থ্যাংক ইউ পিএম- এটি আমি টেলিভিশনে দেখেছি। এটি প্রচারের জন্য বেসরকারি টেলিভিশনের নীতিমালা আছে। বেসরকারি টেলিভিশনকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা বা ইচ্ছা আমাদের নাই। উনারা স্বঃপ্রণোদিত হয়ে এই প্রচার করতে পারেন। সেটা নির্বাচনী প্রচার হলে আমরা অবশ্যই ব্যবস্থা নিতাম।’

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: