আ’লীগের ৫ প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ১১:১৭ এএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ৬টি আসনে ৫ প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ৬টি আসনে আওয়ামী লীগের প্রার্থীতা নিশ্চিতের কথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি দলের এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, তৃণমূলের জরিপের এগিয়ে থাকলেও বিতর্কের কারণে কক্সবাজারের আব্দুর রহমান বদি ও টাঙ্গাইলের আমানুর রহমান খান রানাকে মনোনয়ন দেয়া হচ্ছে না। তবে বদির জায়গায় তার স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে মনোনয়ন পাচ্ছেন। আর টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে রানার জায়গায় তার বাবা আতাউর রহমান খান মনোনয়ন পাচ্ছেন।

&dquote;&dquote;

বদিকে বাদ দেয়া হলেও তার স্ত্রীকে মনোনয়ন দেয়ার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ঘরে কী সবাই অপরাধী? আপনি অপরাধী হলে কী পরিবারের সবাই খারাপ? বদি সম্পর্কে যে কন্ট্রোভার্সি আছে, তার প্রমাণ কী আছে? তবু কন্ট্রোভার্সি থাকায় অলটারনেটিভ বেছে নিয়েছি আমরা।’

অন্যদিকে, টাঙ্গাইলে ঘাটাইল আসনের এমপি রানার বিষয়ে তিনি বলেন, ‘রানা একটি মার্ডারের অভিযোগে জেলে আছেন। তাই তার বাবা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান খান মনোনয়ন পাচ্ছেন।’

নড়াইল-২ আসনে মাশরাফি নির্বাচন করে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘নড়াইল-২ আসনে মাশরাফিই নির্বাচন করবে। ওখানকার বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির ছিল। এই আসনটি উনি জোটের জন্য সেক্রিফাইস করেছেন।’

শেখ হাসিনা দুটি আসনে নির্বাচন করবেন জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুটি আসনে নির্বাচন করবেন। একটি টুঙ্গিপাড়া অন্যটি পীরগঞ্জে। আর দলের বাকি সবাই একটি আসনে নির্বাচন করবে। এবার নোয়াখালী-৫ আসনে আমি নির্বাচন করব।’

এছাড়া ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের শরিকদের জন্য ৬৫-৭০টি আসন দেয়া হবে। চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর প্রকাশ করা হবে।’

বিডি২৪লাইভ/এএইচ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: