৪ আসনে জাতীয় পার্টির ৮ প্রার্থী

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৩:৪৬ পিএম

হারুন-অর-রশীদ,
ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চারটি সংসদীয় আসনে জাতীয় পার্টি (এরশাদ) থেকে মোট ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ফরিদপুর-১ আসনে যারা দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তাঁরা হলেন, জাপা কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক আক্তারুজ্জামান, জেলা কমিটির যুগ্ম-সম্পাদক কাজী শফিকুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান মৃধা।

ফরিদপুর-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান স্বপন। ফরিদপুর-৩ (সদর) আসনে জেলা কমিটির সভাপতি এস এম ইয়াহিয়া। ফরিদপুর-৪ আসনে কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আবু জাফর, হাজী আনোয়ার ও অ্যাডভোকেট জাকির হোসেন। মঙ্গলবার জাপার মনোনয়ন প্রত্যাশীরা কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাত করেন।

ফলে জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র নেয়া প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে ঢাকায় অবস্থান করছেন। আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নেবে বলে জানা গেছে। সে হিসাবে জাতীয় পার্টি ফরিদপুর জেলার চারটি আসনের কোনটিই আওয়ামী লীগের কাছে দাবি করেনি।

ফলে ফরিদপুরে জাতীয় পার্টি প্রার্থী দেবার সম্ভবনা প্রায় শূন্যের কোঠায়। ফরিদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি এস এম ইয়াহিয়া সাংবাদিকদের জানান, জোটভুক্ত থেকে জাতীয় পার্টি নির্বাচন করলে দলের যে কোন সিদ্ধান্ত তারা মেনে নেবেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: