ভালুকায় ঈদে মিলাদুন্নবী পালিত

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৮, ০৫:২৯ পিএম

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী পালন করা হয়েছে।

বুধবার(২১নভেম্বর) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মহানবী হযরত মোহাম্মদ (সঃ)’র  জীবনী ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনায় বক্তাগণ মহানবীর জীবনাদর্শ অনুসরণ ও নির্দেশ মোতাবেক নিজেদেরকে পরিচালিত করার আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশেক উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন ম্যানেজিং কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও ইমামগণ। 

আলোচনা শেষে মোনাজাত ও মিষ্টি বিতরন করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ছাত্রসহ স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

এদিকে উপজেলার পাড়াগাঁও ছাত্র সংঘের উদ্যোগে বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার হলরুমেসকাল ১০টায় ঈদে মিলাদুন্নবী (স) উপলক্ষে আলোচনা সভা ও হাফেজি ছাত্রদের মধ্য শীত সামগ্রী বিতরন করা হয়।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: