চাঁপাইনবাবগঞ্জে রেশম চাষে ফলপ্রসূ চাষী

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০২:২৬ পিএম

বাংলাদেশের রেশম উৎপাদনের মূল উৎপত্তি স্থান চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে অগ্রাহায়নী ক্রপে রেশমের বাম্পার ফলন হওয়ায় চাষীদের মুখে হাসি ফুটেছে। রেশম বীজাগার ভোলাহাট সূত্র জানায়, ভোলাহাট উপজেলায় অগ্রাহায়নী ক্রপে মোট ২২৩জন রেশম চাষী রেশম চাষ করেন। 

মোট রেশম চাষীর মাঝে ২২ হাজার ডিম বিতরণ করে রেশম বীজাগার ভোলাহাট। এ ডিম থেকে গুঠি উৎপাদন হয়েছে ১৭ হাজার ৬০০ কেজি। 

গত বছর এ ক্রপে ডিম বিতরণ করা হয়েছিল ১৫ হাজার । এ ডিমে গুঠি উৎপাদন হয় ৯ হাজার ৮শত কেজি। গত বছরের তুলনা এ বছর ৩গুন বেশী রেশম গুঠি উৎপাদন হয়েছে। সূত্র আরো জানায়, এ বছর চাষীরা ১শত ডিমে সর্বচ্চো ৯১ কেজি গুঠি পেয়েছেন। গড়ে উৎপাদন হয়েছে ৮০ কেজি করে। 

সূত্র জানায়, এ বছর ডিমের মান খুব ভাল ছিল এবং চাষীদের প্রয়েজনীয় সব ধরণের পরামর্শ প্রদানে রেশম বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা মাঠপর্যায়ে দিনরাত পরিশ্রম করেছেন। 

এ ব্যাপারে রেশম চাষী চরধরমপুর গ্রামের সমিরুদ্দিন জানান, এ বছর রেশমের বাম্পার ফলন হয়েছে। রেশম গুঠি গত বছর অগ্রহায়নী ক্রপের উৎপাদনের চেয়ে এ বছর তিনগুণ ফলন বৃদ্ধি পেয়েছে। দামও ভাল। মণ প্রতি ১৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে রেশম গুঠি। 

ফলে চাষীরা এ বছর বেশ লাভবান হওয়ায় বেশ খুশিতে রয়েছে। তিনি বলেন, রেশম বোর্ড ভোলাহাটের সার্বিক সহযোগিতা সব সময়  পেয়েছেন। তারা ঘর, তুঁত চারাসহ বিভিন্ন সহযোগিতা পেয়ে থাকেন সংশ্লিষ্ট অফিস থেকে। 

তবে তারা জানিয়েছেন, তুঁত জমির অভাব থাকায় রেশম চাষে আগ্রহ বাড়ার চাইতে কমে যাচ্ছে। তারা সরকারী ভাবে রেশম চাষের জমির ব্যবস্থা করার দাবী জানিয়েছেন সরকারের কাছে। অপর একজন চাষী বজরাটেক গ্রামের হারুণ জানান, এ বছর রেশমের বাম্পার ফলন হওয়ায় তারা বেশ লাভবান হয়েছেন। রেশম চাষী তোফাজ্জুল হোসেন, সাইফুল্লাহ, মতিউর রহমান, জাক্কার একই কথা বলেন। 

এ ব্যাপারে জেলা রেশম সম্প্রসারণ কার্যালয় ভোলাহাটের সহকারী পরিচালক কাজী মাসুদ রেজা জানান, ভোলাহাটে পর্যাপ্ত তুঁত গাছ লাগানোর জমি না থাকায় বাম্পার উৎপাদন হওয়া সত্ত্বেও চাষীরা রেশম চাষে পিছে পড়ছেন। 

তিনি সরকারের দৃষ্টি আর্কষণ করে বলেন, সরকারী ব্যবস্থাপনায় তুঁত গাছ লাগানোর জমির ব্যবস্থা করে দিলে আগামীতে রেশমের ঐতিহ্য ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ছবির ক্যাপশন- ভোলাহাটে রেশমের বাম্পার ফলন পেয়ে হাসি মুখে রেশম গুঠি রৌদ্রে শুকাচ্ছেন একজন বৃদ্ধ রেশম চাষি!!

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: