ইসিতে বিএনপি প্রতিনিধিদল

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১২:৫৮ পিএম

নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধা দেয়ার অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে (ইসি) গেছেন বিএনপি প্রতিনিধিদল।

বুধবার (১২ ডিসেম্বর) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের নেতৃত্বে তিন সদস্যের এ প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে গেছেন বলে জানা গেছে।

এ তথ্য জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এছাড়াও প্রতিনিধিদলে আরও রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম।

এদিকে, গত ১০ ডিসেম্বর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও জোট প্রার্থীরা। নির্বাচনী প্রচারণার প্রথম দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের প্রচারণায় হামলা ও বাধা দেয়ার মতো ঘটনা ঘটছে।

বিএনপির অভিযোগ, সরকার দলীয় লোকজন তাদের নির্বাচনী প্রচারণায় হামলা ও বাধা দিয়ে আসছে। 

তবে এ বিষয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বলছে, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলেই এসব ঘটনা ঘটছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বানারহাট এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করতে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। এতে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: