পদ্মা নদী পাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০১:৩৬ পিএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ ( টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া) আসনে অংশগ্রহণ করবেন।

আজ বুধবার (১২ ডিসেম্বর) নির্বাচনী প্রচারণা শুরু করতে সড়ক পথে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উদ্দেশে রওনা করেন তিনি। সেখানে পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করবেন প্রধানমন্ত্রী।

এদিকে শিমুলিয়া ঘাটে প্রধানমন্ত্রীর গাড়ি বহর নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে ভিআইপি ফেরি ক্যামেলিয়া ও কুমিল্লা। সকাল ১০টার দিকে ফেরি ক্যামেলিয়া দিয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন। গোপালগঞ্জে পৌঁছে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে কোটালীপাড়া উপজেলা সদরে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল বৃহস্পতিবার ফিরতি পথে বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: