‘শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ভোটের মাঠ ছাড়বো না’

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০২:৫৭ পিএম

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা আসনের জাতীয় পার্টির প্রার্থী মজিবর রহমান সেন্টু বলেছেন, শরীরে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ভোটের মাঠ ছাড়বো না। স্বাধীনতাত্তোর বাংলাদেশে সত্যিকার অর্থে দেশের জন্য কোন দল কাজ করলে, দেশের উন্নয়ন করলে সেটি হল পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের দল জাতীয় পার্টি। এদেশে এখনও জনপ্রিয় জাতীয় পার্টি। বড় দলগুলোর প্রতি জনগনের আস্থা তলানীতে ঠেকেছে তাদের নেতৃবৃন্দের কৃতকর্মের কারণে। তাই আগামী দিনে জাতীয় পার্টির ভবিষ্যত বাংলাদেশের অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে। 

বুধবার দুপুরে শহরের কানাইখালীস্থ জাতীয় পার্টির জেলা কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্ততি সভায় এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান। 

এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা জাপার সভাপতি আবদার রহমান, নলডাঙ্গা উপজেলা জাপার সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মুক্তা, জেলা যুবসংহতির সভাপতি আব্দুস সাত্তার মিঠু, জাপার সাংগঠনিক সম্পাদক রাকিবুদ্দিন কমল, প্রচার সম্পাদক হামিদুর রহমান হাদী প্রমুখ। 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: