শেখ হাসিনার নেতৃত্বে দেশ চাইছেন বাঁধন

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ০৮:৫০ পিএম

দীর্ঘ এক যুগের ক্যারিয়ারের সফল মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে রেখেছেন নিজের স্বকীয়তার স্বাক্ষর। গেলো ৮ মাস ধরে অভিনয়ে না থাকলেও জনপ্রিয়তায় কোন ভাটা পড়ে নি এই অভিনেত্রীর বরং তার জনপ্রিয়তা ইদানিং যেন বেড়েই চলেছে। এই সময়টাতে অভিনয় না করলেও নিজেকে যুক্ত রেখেছেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে।

এদিকে আসছে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এরইমধ্যে সবগুলো দলের প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীরা নেমেছেন মাঠে, চাইছেন ভোট ও সমর্থন।

সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগের হয়ে প্রচারণায় মাঠে নেমেছেন নানা অঙ্গনের একঝাঁক তারকা। তারা বিগত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সমৃদ্ধি ও উন্নয়নের জোয়ার বয়েছে বলে মনে করছেন। তাই শেখ হাসিনার সরকারকে আবারও প্রয়োজন বলে মনে করেন তারকারা। সেজন্য দেশবাসীর কাছে নৌকার জন্য ভোট চাইছেন তারকারা।

সুবর্ণা মুস্তাফা, ইমদাদুল হক মিলন, রিয়াজ, মাহফুজ আহমেদ, আফসানা মিমি, সাকিব আল হাসান, অপু বিশ্বাসকে দেখা যাচ্ছে ভিডিও বার্তায় ভোট চাইছেন। সেই তালিকায় রয়েছেন আজমেরী হক বাঁধনও।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব নিয়ে বাঁধন বলেন, ‘সংবিধানের নিয়মানুযায়ী নির্বাচন হচ্ছে এবং একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা আমার প্রথম চাওয়া। তারপর আমি বলবো আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসুক। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার মধ্যে যে নেতৃত্ব দেওয়ার গুণটা আছে সেটা এখন আর কারও মধ্যে নেই।’

‘উনি একজন নারীবান্ধব ও সংস্কৃতিবান্ধব মানুষ। একটা দেশকে নেতৃত্ব দেওয়ার যে বিশেষ দক্ষতা আর গুণটা দরকার শেখ হাসিনার মধ্যে বিদ্যমান। তাই আমি চাই তিনি আবারও ক্ষমতায় আসুক। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যদি বলি আগামীর সময়টাও উনার নেতৃত্বে চলা দরকার। আর একজন নারী হিসেবে যদি বলে উনি নারীদের জন্য সবসময় পাশে ছিলেন তাদেরকে উৎসাহ দিয়েছেন। একটা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য লিডারশীপের যে গুণটা সেটা তার মধ্যে আছে। সেই সাথে অনেক বিচক্ষণ ও দূরদর্শিতাসম্পন্ন। তাই আমার মনে হয় উনার আবারও ক্ষমতায় আসা উচিত। আমি অবশ্যই চাইবো শেখ হাসিনার নেতৃত্বে আবার সরকার গঠন হোক।’

প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বর প্রশংসা করে বাঁধন বলেন, ‘বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে তুলে ধরতে শেখ হাসিনার সফল নেতৃত্ব অস্বীকার করার মত না। একজন নেতা হিসেবে যা করা দরকার তিনি তাই করছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য।’

‘একটা স্কুলের হেডমাস্টার যদি ঠিক থাকে তবে সেই স্কুলের কিছু শিক্ষক খারাপ হলেও সেটা হেডমাস্টার ঠিক করে দিতে পারেন কিন্তু হেডমাস্টার যদি ঠিক না থাকেন তাহলে ঐটা সম্ভব না। তেমনি শেখ হাসিনা ঠিক থাকেন তাহলে দেশের অনেক কিছুই উন্নত হবে আর অনিষ্ঠ দমন হবে।’

এ সময় বাঁধন আরও বলেন, ‘আমাদের শিল্প ও সংস্কৃতি নিয়ে যদি বলি, এই দিকটাতেও তিনি যথেষ্ঠ উন্নয়ন করেছেন। উনার বিভিন্ন অনুষ্ঠানে আমাদের অনেক শিল্পীরাই উপস্থিত থাকে। আর একটা বিষয় যেটা না বললেই নয়, আমাদের দুঃস্থ শিল্পীদের জন্য তিনি বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সেই সাথে অনেক শিল্পী যারা আর্থিকভাবে সচ্ছল না তাদের পাশেও তিনি দাড়িয়েছেন সবসময়। এ থেকে সত্য বোঝা যায় যে তিনি আসলেই উদার এবং সংস্কৃতি বান্ধব একজন মানুষ।’

তিনি বলেন, ‘মেয়র আনিসুল হকের নির্বাচনের সময় উনার স্ত্রী রুবানা হকের সাথে আমি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি অনেকবার। আমি চাইব আমি যাকে সাপোর্ট করি আমার যারা ভক্ত আছে তারাও যেন তাকে সাপোর্ট করে।’

এছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ শেখ হাসিনা ও তার আওয়ামী লীগে আস্থা রেখে নৌকায় ভোট দেয়ার ইচ্ছে প্রকাশ করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।


বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: