সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়েছে: সিইসি

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮, ১০:৫২ পিএম

ভোটের মাঠে জোর প্রচারণার মধ্যে সব দল ও প্রার্থীর জন্যে সমান সুযোগ নিশ্চিত হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

শনিবার (১৫ ডিসেম্বর) বিকালে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

৩৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে এখন মাঠে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ১৮৪৮ জন প্রার্থী। ১০ ডিসেম্বর থেকে প্রচারে রয়েছেন তারা।

৩০ ডিসেম্বরের আগে ভোটের বাকি মাত্র দুই সপ্তাহ। এরই মধ্যে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট বরাবরই অভিযোগ করে আসছে, ভোটারের প্রচারে সমান সুযোগ পাচ্ছেন না তারা। দলীয় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে। প্রার্থীরা প্রচার চালাতে পারছেন; কোনো বাধা নেই। কোথাও কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে; নির্বাচনী তদন্ত কমিটির কাছে পাঠানো হচ্ছে, তদন্ত হবে। পরিস্থিতি জেনে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি।’

সেনাবিাহিনীর সদস্যরা গ্রেফতার করতে পারবে কিনা জানতে চাইলে সিইসি জানান, উদ্ভূত পরিস্থিতিতে নির্বাহী হাকিমের নির্দেশে প্রচলিত আইনে তারা দায়িত্ব পালন করবে। সিআরপিসি অনুযায়ী তারা কাজ করবে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: