পুলিশের উপর ককটেল নিক্ষেপ, গ্রেফতার ৭

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮, ০৪:৪১ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতা বিরোধী অভিযান চালাতে গিয়ে শিবির কর্মীদের হাতে ককটেল হামলার শিকার হয়েছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ৬টি তাজা ককটেল সহ ৭শিবির কর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত আটটার দিকে উপজেলার চর কালিগঞ্জ গ্রামের পাশে নদী চরে। এসময় পুলিশের সাথে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রেফতারকৃত শিবির কর্মীরা হলো-জেলা শিবিরের সাধারণ সম্পাদক মাসুদ রানা (২১),শিবির সদস্য আলহাজ আলী (১৯), রাহুল (১৮), শাহীন আলম (২০), রাসেল রানা (২০), শরিফুল ইসলাম (৩৫) ও জামায়াত কর্মী আলমগীর (৪৫) ।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, ঘটনার সময় সিরাজগঞ্জ জেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে অন্তুত ৫০ জন শিবির কর্মী করতোয়া নদী চরে নাশকতার জন্য পরিকল্পনা করছিল।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে শিবির কর্মীরা পুলিশের দিকে লক্ষ্য করে ২টি ককটেল ছোড়ে। পরে আত্মরক্ষার্থে পুলিশকে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়। এসময় শিবির কর্মীরা বিচ্ছিন্ন ভাবে ছত্রভংগ হয়ে যায়।
পালানোর সময় পুলিশ ৭ শিবির কর্মীকে গ্রেফতার করে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: