খালেদা জিয়ার ব্যক্তিগত দেহরক্ষী আটক

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ০৪:০৯ পিএম

বিমানবাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত দেহরক্ষী ওয়াহিদুন নবীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাজধানীর শ্যামলী থেকে তাঁকে আটক করা হয়।

আজ শুক্রবার (২১ ডিসেম্বর) ওয়াহিদুন নবীর পরিবার জানায়, আটকের পর তাঁকে র‍্যাব-২-এর বছিলা ক্যাম্পে রাখা হয়েছে। তাঁকে আজ শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও তাঁদের জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা।

ওয়াহিদুন নবীকে তথ্যপ্রযুক্তি আইনে মিরপুর মডেল থানায় দায়ের করা একটি মামলায় আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। তবে তাঁর পরিবার অভিযোগ করেছে, মিরপুর থানায় দায়ের করা মামলায় ওয়াহিদুন নবীর নাম নেই।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: