বাবার বদলি হিসেবে ভোটে লড়তে ছেলের হাইকোর্টে রিট

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৮:২৬ এএম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন রাশিদুজ্জামান মিল্লাত। ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় তার মনোননয়পত্র বাতিলের আদেশ দেন হাইকোর্ট। 

এখন মিল্লাতের ছেলে ব্যারিস্টার শাহাদাত বিন জামান ওই আসনে (জামালপুর-১ আসনে) বাবার বদলি বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে হাইকোর্টে রিট করেছেন।

রবিবার (২৩ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়। 

এ বিষয়টি সাংবাদিকদের জানান, তার আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, মিল্লাতের ছেলেও বিএনপির দলীয় মনোনয়ন নিয়েছিলেন। কিন্তু তার বাবাকে চূড়ান্ত মনোনয়ন দেয়ায় তিনি নির্বাচনে অংশ নেয়ার সুযোগ পাননি। যেহেতু তার বাবারটি বাতিল হয়েছে, সেহেতু নির্বাচনে অংশগ্রহণের নির্দেশনা চেয়ে ছেলে রিট করেছেন।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: