চুয়াডাঙ্গায় পৌঁছেছে ভোটের ব্যালট ও সরঞ্জাম

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৫ পিএম

চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার, বাক্স ও ভোটের গ্রহনের সরঞ্জাম। শনিবার (২৯ ডিসেম্বর) জেলার চারটি উপজেলা থেকে একযোগে এসব প্রিজাইডিং অফিসারদের কাছে বিতরণ করা হয়।

জেলা রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, বিকালের মধ্যেই দুটি সংসদীয় আসনে মোট ৩৩৪টি কেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো হবে। এর মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে ১৭৩ ও চুয়াডাঙ্গা-২ আসনে ১৬১টি কেন্দ্র রয়েছে।

জেলা রিটানিং অফিসার গোপাল চন্দ্র দাস জানান, প্রতিটি কেন্দ্রের জন্য দায়িত্ব পালন করবেন একজন পুলিশের উপ-পরিদর্শক (এসআই), ১২ জন আনসার সদস্য, ১ জন গ্রাম পুলিশ। এছাড়া র‌্যাব, পুলিশ, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ইউনিট থাকবেন টহলে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: