চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০১:১১ পিএম

চুয়াডাঙ্গার ২টি সংসদীয় আসনে ৩৩৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। আজ রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে প্রতিটি ভোট কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে ভাগ কেন্দ্রেই ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের দেখা যায়নি।

অনেক ভোটার অভিযোগ করেছেন, ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট দিতে পারেননি। তাদের জানানো হয়েছে তাদের ভোট আগেই হয়ে গেছে।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বেশির ভাগ কেন্দ্রেই সরকার দলীয় লোকজন কেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছে। বিএনপির নেতাকর্মী ও পোলিং এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না। 

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: