সুবর্ণচরে গণধর্ষনের অপরাধীদের শাস্তির দাবিতে মানববন্ধন 

প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০১৯, ০৪:৫৩ পিএম

সুবর্ণচরে নির্বাচনোত্তর নির্যাতন ও ঘৃণ্য গণধর্ষনের প্রতিবাদে এবং অপরাধীদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ জানুয়ারী) দুপুরে ১২টায় শহরের চৌরাস্তা মোড়ে নিপীড়ন বিরোধী ছাত্র জনতা’র ব্যানারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও উদীচী জেলা সাংসদের সভাপতি সেতারা বেগমের সভাপতিত্বে ঘন্টাব্যাপি এ মানবন্ধনে ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও উদীচী জেলা সাংসদের সাধারন সম্পাদক অমল কুমার টিক্কু, কালের কন্ঠ শুভ সংঘের সভাপতি ও সাবেক ক্রীড়া অফিসার আবু মহিউদ্দীন, রিজওনুল রিজু ও সাংবাদিক এমদাদুল ভুট্টু। বক্তারা এসময় সুবর্ণচরে ঘটনার তীব্র নিন্দা জানান এবং এই ঘৃণ্য গণধর্ষনের সাথে জড়িত অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: