কলেজে শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নকরণ কর্মসূচি পালিত

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯, ০৩:০০ এএম

হারুন-অর-রশীদ,
ফরিদপুর প্রতিনিধি:

‘স্মৃতির মিনার মোর পবিত্র, ভাষার মান সমুন্নত’ স্লোগানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে দেশব্যাপী শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নকরণ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি রাজেন্দ্র কলেজের শহীদ মিনার পরিষ্কার করা হয়েছে।

রবিবার (১৩জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় জেলা শহরের সরকারি রাজেন্দ্র কলেজের শহীদ মিনারটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমির পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক রেজভী জামান, আসমা আক্তার মুক্তা প্রমুখ।

এ বিষয়ে সার্বিক সহযোগীতায় করেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: