জাবির শিক্ষক সমিতির নির্বাচন ৩১ জানুয়ারি

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৯, ০৩:২৩ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৯ এর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি।

গত ১১ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণার পর বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) মনোনয়নপত্র উত্তোলন, যাচাই এবং বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক একেএম আবুল কালাম।

শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ মোট ১৫টি পদে এ নির্বাচন হবে।

নির্বাচন কমিশনার জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত তারিখ ২৩ জানুয়ারি এবং ওই দিনই প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: