মা হল পাগলী, বাবা হল না কেউ!

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০১৯, ০৬:৫০ পিএম

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মা হয়েছে এক অজ্ঞাত নামা পাগলী, তবে এই শিশুর বাবা হলো না কেউ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) রাত দেড়টার দিকে ওই পাগলী কন্যা শিশুর জন্ম দেয়। তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের কাকনী কোনা গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন জানান, প্রায় তিন মাস আগে ওই পাগলী কাশীগঞ্জ বাজারে আসে। সে তিন মাস ধরে ওই বাজারের ব্রীজের উপর ঘুমাত।
বাজারের বিভিন্ন খাবার হোটেলে চেয়ে চেয়ে খেত।

তিনি আরোও জানান, গত বুধবার দিনের বেলায় পাগলী প্রসব ব্যাথায় চিৎকার করতে থাকে। এ সময় অন্যান্য মহিলাদের সহায়তায় আমার বাড়িতে নিয়ে যাই। পরে ওই দিন রাতেই পাগলী একটি কন্যা শিশুর জন্ম দেয়। মা ও শিশু দুজনই এখন সুস্থ আছে।

আনোয়ার হোসেনের স্ত্রী সুলতানা জানায়, আমি এখন ওই পাগলীর দেখাশোনা করছি। মা ও শিশু দুজনই সুস্থ আছে। তবে কে বা কারা এমন কাজ করেছে তাদের পরিচয় বলতে পারেনি পাগলী।

বিষয়টি নিশ্চিত করে বিসকা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল বলেন, এখনো প্রশাসনকে বিষয়টি জানানো হয়নি। 

তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, বিষয়টি এখনো থানায় কেউ জানায়নি। জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: