স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯, ১০:২৮ এএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার গঠনের পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ পরিদর্শনের অংশ হিসেবে রবিবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে আসেন। পরে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

এদিকে প্রধারমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সচিবালয় এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যান্য দিনের মতো দর্শনার্থীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে কর্মকর্তা-কর্মচারি ও সাংবাদিকদের প্রবেশ রয়েছে স্বাভাবিক।

এর আগে গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জানা গেছে, কাজে গতিশীলতা আনতে ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয় পরিদর্শনে যাবেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ পরিদর্শন করেন।

বিডি২৪লাইভ/টিএএফ/এসএইচআর/এইচকে/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: