মায়ের ভুলে ছেলের মৃত্যু!

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯, ১০:৩৬ পিএম

ময়মনসিংহের ফুলপুরে মা তার আড়াই বছরের শিশু তাওহিদকে ভুলে মেয়াদ উত্তীর্ন ঔষধ খাওয়ানোয় মৃত্যু হয়েছে শিশুর।

রবিবার (২০ জানুয়ারি) দুপুরে রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত গ্রামে জালাল উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত তাওহিদ উপজেলার চরনিয়ামত গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে ঠাণ্ডা জনিত রোগে আক্রান্ত ছিলো। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঠান্ডা জনিত রোগে ভোগছিল শিশু তাওহিদ। রোগ নিরাময়ের জন্য তাওহীদের ওষুধ সেবন চলছিলো। অন্য দিনের মত রবিবার দুপুরে ঔষধ খাওয়ানোর সময় ভুলে পুরাতন মেয়াদ উত্তীর্ন ঔষধ খাওয়ায় তার মা। পরে শিশুটি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়লে পরিবারের লোকজনের শিশুটিকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত জানান, শিশুটিকে হাসপাতালে আনার পর ইসিজি করে শিশুটিকে মৃত পাওয়া যায়।

ফুলপুর থানার ওসি মোহাম্মদ বদরুল আলম খান জানান, এ বিষয়ে কোন মামলা হয়নি। কারণ শিশুর মা ভুলে মেয়াদ উত্তীর্ন ঔষধ খাওয়ানোয় শিশুটির মৃত্যু হয়েছে।
 
বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: