সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেছে কত হাজার সাংবাদিক?

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ০৮:৩৪ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষন করেছে ১৩ হাজার ৮৭১ জন সাংবাদিক। অন্যদিকে, স্থানীয় ও বিদেশী পর্যবেক্ষ ছিল ১০ হাজার ৪২৬ জন। নির্বাচন কশিমন এসব তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, সারা দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষ হিসেবে আবেদন করেছিল ১২ হাজার ২৬৬ জন। কার্ড দেওয়া হযেছিল ১০ হাজার ৪২৬ জনকে।

সাংবাদিক কার্ডের জন্য সরাদেশে আবেদন করেছিল ১৮ হাজার, ১৬১ জন। কার্ড নিয়েছে ১৩ হাজার ৮৭১ জন সাংবাদিক। গাড়ির স্টিকার নিয়েছিল ৭ হাজার ৭৬ জন সাংবাদিক। তবে অধিকাংশ পর্যবেক্ষক সংস্থা প্রতিবেদন দিচ্ছে না ইসিকে।

নির্বাচন কর্মকর্তারা জানান, আমরা সারা দেশের নির্বাচন পর্যবেক্ষন করা সাংবাদিক ও দেশী-বিদেশী পর্যবেক্ষকের তালিকা নিয়েছি। এ বছর নির্বাচনে রেকর্ড পরিমানে পর্যবেক্ষক ছিল।তবে সে তুলনায় এখনও প্রতিবেদন পায়নি ইসি।

বিডি২৪লাইভ/আরএইচ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: