জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের অভিযান, আটক ১

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯, ১০:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের সাড়ে চার ঘণ্টার অভিযান শেষ হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামে এই অভিযান শুরু হয়।

আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ৮টায় রাজশাহী র‌্যাব-৫ এর অধিনায়ক লে: কর্নেল মাহবুবুল আলম এ অভিযানের সমাপ্ত ঘোষণা করেন।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গুলসানের হলি আটিজান রেস্তোরায় জঙ্গি হামলার ২/৩ জন আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে তিনটার দিকে র‌্যাব সদস্যরা ওই গ্রামের ১৫/২০ টি বাড়ি ঘিড়ে ফেলে। আজ সকাল ৮টা পর্যন্ত সেখানে তল্লাশি চালিয়ে কাউকে পায়নি র‌্যাব। তবে জিজ্ঞাসাবাদের জন্য মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: