নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হলেন কামরুন নাহার

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৯, ০২:২০ পিএম

সরকারের প্রধান তথ্য অফিসার কামরুন নাহারকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় যোগদানে তারিখ থেকে প্রেষণে সচিব নিয়োগ দিয়ে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে পদায়ন করা হলো। 

বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৯৮৪-ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার এর আগে তথ্য অধিদফতরের প্রধান ছাড়াও গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ-এর মহাপরিচালক এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড-এর ভাইস চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

বিডি২৪লাইভ/এসএইচআর/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: