অবৈধভাবে বালু তোলা ড্রেজার মেশিন ধ্বংস

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯, ১০:৪৭ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের আমবাগান এলাকার চেল্লাখালী নদীতে আজ বুধবার (২৩ জানুয়ারী) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এসময় চেল্লাখালী নদীতে অবৈধভাবে বসানো বালু তোলা দুইটি ড্রেজার মেশিন আগুন লাগিয়ে পুড়িয়ে ও হাতুড়ী দিয়ে পিটিয়ে ধ্বংস করা হয়। 

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) আরিফুর রহমান জানান, দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র পরিবেশের ক্ষতি করে নদীর তীর ভেঙ্গে ও পাহাড় কেটে বালু উত্তোলন করে আসছিল।

তারই প্রেক্ষিতে বুধবার অভিযান চালিয়ে ওইসব ড্রেজার মেশিনগুলোকে ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন ৫ সদস্যের ব্যাটালিয়ন আনসার বাহিনীর টিম। টিমের নেতৃত্বে ছিলেন প্লাটুন কমান্ডার রুহুল আমীন। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: