অবশেষে জামিন পেল সেই তারা মিয়া 

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০১৯, ১০:৩৯ এএম

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের ভাণ্ডা গ্রামের বাসিন্দা সেই পঙ্গু তারা মিয়া অবশেষে হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার আসামি তাকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের করা ওই মামলায় ৫২ জনকে আসামি করে পুলিশ। তারা মিয়া সেই ৫২ জনের একজন তারা মিয়া।

অভিযোগপত্রে বলা হয়েছিল, গত ২৮ ডিসেম্বর অর্থাত্ নির্বাচনের দুদিন আগে বিকাল ৪টার পর সুনামগঞ্জের মল্লিকপুর বাজারে চাপাতি, হকিস্টিক ও লোহার রড নিয়ে পুলিশের ওপর আক্রমণের ঘটনা ঘটে। 

তবে, জামিনের সময় শেষ হয়ে গেলে তারা মিয়াকে সুনামগঞ্জের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জন্ম থেকেই তারা মিয়ার ডান হাতটি চিকন। ডান হাত দিয়ে তিনি কোনো কাজ করতে পারেন না। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে নিয়ে তারা মিয়ার সংসার। ভিক্ষা করে ও মানুষের সাহায্যে তার সংসার চলে।

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: