বাচ্চা হচ্ছে না কুমির দম্পতির, সমস্যা পুরুষাঙ্গে

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯, ০৩:৩৩ পিএম

গত ৫০ বছর ধরে এক সঙ্গে বসবাস করছে এক কুমির দম্পতি। গভীর প্রেমও রয়েছে তাদের মধ্যে। কিন্তু এই অর্ধশতকে তারা সন্তানহীন। তাই কুমির দম্পতিকে নিয়ে রীতিমতে চিন্তায় পোল্যান্ডের পোজনান শহরের চিড়িয়াখানার কর্মীদের।

ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৩ সাল থেকে কুমির যুগল হেক্টর ও লুজিয়া একত্রে বাস করছে। তারা নিয়মিত মিলিতও হয়। কিন্তু এই এত বছরেও সন্তানের মুখ দেখতে পায়নি তারা।

চিড়িয়াখানা সূত্রে জানা যায়, লুজিয়া যে ডিমগুলি পাড়ে, তা থেকে কুমিরছানা জন্ম নেয় না। চিড়িয়াখানার কর্মীরা অনেক ভেবেও বের করতে পারেননি এর কারণ।

হেক্টর হজম জনিত সমস্যায় ভুগতে শুরু করায় জার্মানি থেকে বিশেষজ্ঞ নিয়ে এসে তাকে পরীক্ষা করা হয়। আর এই পরীক্ষাতেই ধরা পড়ে কুমির দম্পতির সন্তানহীনতার কারণ।

বিশেষজ্ঞ জানান, হেক্টর আর লুজিয়ার মধ্যে যত প্রেমই থাক, তারা যতই মিলিত হোক না কেন, সবই বিফলে যাচ্ছে। এর কারণ, হেক্টরের জননাঙ্গটি খুবই ছোট।

সরীসৃপদের প্রজননের ক্ষেত্রে যৌনাঙ্গের আকার একটা বড় ব্যাপার। তবে কৃত্রিম উপায় তাদের সন্তান উৎপাদন সম্ভব।

বিডি২৪লাইভ/এএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: