সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২০ পিএম

মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী মালবাহী ট্রেন সিলেটের দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় লাইনচ্যুত হওয়ায় রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সিলেট রেলওয়ে থানা পুলিশের পরিদর্শক মোল্লা আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা এখানে অবস্থান করছি। রেলওয়ের উদ্ধারকারী দল রিলিফ ট্রেন দিয়ে মালবাহী বগিটি উদ্ধারে কাজ করছে।

সিলেট রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার আবু নাছের মো, রাসেল জানান, মালবাহী ট্রেনের ১৪নং বগির চাকা লাইনচ্যুত হয়েছে। রেল লাইন থেকে সরে যাওয়া বগিটি উদ্ধারে কাজ করছে রেলের উদ্ধারকারী দল। আপাতত সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খুব শিগগিরই রেল চলাচল শুরু হবে বলে জানান তিনি।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: