টিফিনের পরই বন্ধ হয় স্কুল, বসে থাকেন দপ্তরি

প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৬ পিএম

টিফিনের পর পরই ছুটি হয়ে যায় সিরাজগঞ্জ সদর উপজেলার চর সাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকল শিক্ষার্থীদের ছুটি দিয়েও বিদ্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে বসে থাকেন দপ্তরি।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চর সাপড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে ঘুরে দেখা যায় এমনটাই।

এ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সজীব, ৪র্থ শ্রেণীর ছাত্রী সোনিয়াসহ অনেকেই জানান, দুপুরের পরই স্কুল ছুটি দেওয়া হয়। শিক্ষকরাও নিয়মিত আসেন না।

শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বললে কয়েকজন অভিবাভক জানান, এ বিদ্যালয়টির বয়স ৪৫ বছর। এক সময় বিদ্যালয়টির সুনাম ছিল। কিন্তু বর্তমান শিক্ষকরা স্কুলের অবস্থা একেবারেই নষ্ট করে ফেলেছেন। তারা নিয়মিত আসেন না। ছুটি দেয়ার কোন টাইম টেবিল নাই। এছাড়াও স্কুলের সহকারি শিক্ষক বাচ্চাদের বেধড়ক পেটায়। এ কারণে ভয়েই অনেক ছাত্র স্কুলে আসে না।

স্কুলে শিক্ষক অনুপস্থিতির বিষয়ে প্রধান শিক্ষক শেখর কুমারের কাছে জানতে চাইলে তিনি বিডি২৪লাইভকে বলেন, আমি হোম ভিজিটে রয়েছি। ৩ সহকারি শিক্ষকের মধ্যে একজন ডেপুটেশনে ও একজন ছুটিতে রয়েছে। এস এম শাহীন আলম নামে এক শিক্ষকের বিদ্যালয়ে থাকার কথা।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ১২টার পর স্কুল ছুটি দিয়ে শিক্ষক এস এম শাহীন শহরের কোবদাসপাড়া মহল্লার নিজ বাড়িতে অবস্থান করছেন।

এদিকে স্কুলে সাংবাদিক আসার খবর পেয়ে প্রধান শিক্ষক শেখর কুমার, সহকারি শিক্ষক এস এম শাহীন দ্রুত বিদ্যালয়ে চলে আসেন। এ সময় তারা দপ্তরি আব্দুল মমিনকে দিয়ে শিশু শিক্ষার্থীদের এক এক করে ডেকে নিয়ে আসেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: