দীঘিনালায় অবৈধ কাঠ জব্দ

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৪৩ পিএম

খাগড়াছড়ি জেলার দীঘিনালার তারাবুনিয়া মৌজার ক্ষেত্রপুর বাজার হতে প্রায় তিন কিলোমিটার ভিতরে গহীন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ কাঠ জব্দ করেছে বাঘাইহাট সেনাজোনের নিরাপত্তাবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি সোমবার বাঘাইহাট সেনাজোনের আওতাধীন দুইটিলা আর্মি ক্যাম্পের কমান্ডার ওয়ারেন্ট অফিসার আরিফুর রহমানের নেতৃত্বে পরিত্যক্ত অবস্থায় ১২০ ঘন ফুট বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করা হয়। এসময় দীঘিনালা মেরুং রেঞ্জ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাসান আল তারিক ও হাজাছড়া (ভারপ্রাপ্ত) রেঞ্জ কর্মকর্তা জাহিদুল ইসলামসহ বন বিভাগের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিরাপত্তাবাহিনী সূত্র জানায়, গহীন অরণ্য হতে জব্দ করা এসব অবৈধ কাঠ দীঘিনালা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

দীঘিনালা জুম নিয়ন্ত্রণ বন বিভাগের মেরুং রেঞ্জ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাসান আল তারিক জানান, তারাবুনিয়া মৌজার ক্ষেত্রপুর বাজার হতে প্রায় তিন কিলোমিটার ভিতরে গহীন এলাকা হতে সেনাবাহিনীর সহযোগিতায় এ কাঠ জব্দ করা হয়। জব্দকৃত ৭৫ পিস প্রায় ১২০ ফুট অবৈধ কাঠ দীঘিনালা বনবিভাগে আনা হয়েছে।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: