হিলি সীমান্ত এলাকা পরিদর্শনে বিজিবির মহাপরিচালক

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২১ পিএম

দিনাজপুরের হিলি সীমান্তের বাসুদেবপুর ক্যাম্প পরিদর্শন করলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম। 

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় জয়পুরহাট থেকে সড়কপথে দিনাজপুরের ফুলবাড়ি যাওয়ার পথে তিনি হিলি সীমান্তের বাসুদেবপুর ক্যাম্প পরিদর্শনে আসেন। 

এসময় তাকে বিজিবি রংপুর জোনের রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম, দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল সোহরাব হোসেন ভুইয়া ও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক শুভেচ্ছা জানান। 

তিনি ক্যাম্পের বিভিন্ন স্থাপনা পরিদর্শন এবং সৈনিকদের সাথে কুশল বিনিময় করেন। এর পরে তিনি সৈনিকদের নিকট প্রশিক্ষনের বিভিন্ন কার্যক্রম দেখেন। এসময় তিনি ভালো কাজের জন্য সৈনিককে পুরস্কৃত করেন। এর পরে সকাল পৌনে ১১টায় তিনি ফুলবাড়ির উদ্দেশ্যে বাসুদেবপুর ক্যাম্প ত্যাগ করেন।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: