বাবার অটোরিক্সায় প্রাণ গেল শিশুকন্যার 

প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৫৯ পিএম

নাটোরের লালপুরে বাবার অটোরিক্সার নিচে চাপা পড়ে জাকিয়া সুলতানা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাবা, মা ও দাদী আহত হয়েছে। 

বুধবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড় টার দিকে উপজেলার বিলমাড়িয়া- লালপুর সড়কের কসাইপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো- জাকিয়ার পিতা আলমগীর হোসেন, মা আল্লাদী বেগম, দাদি মর্জিনা বেগম। 

জাকিয়া সুলতানা উপজেলার মোহরকয়া নতুনপাড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও বাথানবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী।

জানা যায়, আলমগীর তার নিজের অটোতে করে স্ত্রী, মা ও মেয়ে জাকিয়া সুলতানাকে নিয়ে নিজে চালিয়ে লালপুর বাজারে গ্রামীন ব্যাংক অফিসে টাকা উত্তোলনের জন্য আসছিল। তার অটোটি উক্ত স্থানে পৌছালে সামনের দিক থেকে আসা একটি বাই সাইকেল চালককে বাঁচাতে গেলে তার অটোরিক্সাটি উল্টে যায়। এ ঘটনায় চালক বাবাসহ সকলেই অটোরিক্সার নিচে চাপা পড়ে। 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জাকিয়া সুলতানাকে মৃত ঘোষনা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

লালপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: