হজ প্যাকেজ অনুমোদন

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৫ পিএম

সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ, ১৪৪০ হিজরি/২০১৯ খ্রিস্টাব্দ’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১১ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিতত্বে অনুষ্ঠিত হওয়া এ বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এবার হজ পালনে প্রথম প্যাকেজ়ে খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ১৮ হাজার ৫০০ এবং দ্বিতীয় প্যাকেজ়ে খরচ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪৪ হাজার টাকা।

&dquote;&dquote;
গত হজের তুলনায় এবার প্রথম প্যাকেজে বেড়েছে ২০ হাজার ৫৭১ টাকা ও দ্বিতীয় প্যাকেজে বেড়েছে ১২ হাজার ৬৪১ টাকা।

বিডি২৪লাইভ/এসএইচআর/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: