মুক্তিযোদ্ধা সেলিম হত্যার পরিকল্পনাকারী যুবলীগ নেতা আটক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৩ পিএম

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যা মামলার সন্দেহভাজন পরিকল্পনাকারী আসামি যুবলীগ নেতা আব্দুল্লাহ আল বাকি ওরফে আরজু বিশ্বাসকে (৪৮) আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে পাবনার হেমায়েতপুর এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশ। পরে আরজুর দেওয়া তথ্য মতে তাঁর রূপপুরস্থ নিজ বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলিসহ ম্যাগজিন উদ্ধার করা হয়।

আটক আরজু উপজেলার চররূপপুর দক্ষিণপাড়ার মৃত এমদাদুল হক ওরফে টুলু বিশ্বাসের ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি।

সোমবার সকালে ঈশ্বরদী থানার মিলনায়তন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য দেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, গত ৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা সেলিম আততায়ীদের গুলিতে নিহত হওয়ার পর থেকে আরজু বিশ্বাস পলাতক ছিলেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে এই হত্যায় সংশ্লিষ্টতা থাকার সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরজু বিশ্বাস নিজেকে সেলিম হত্যা ঘটনার পরিকল্পনাকারী বলে স্বীকার করেছেন। তাছাড়া সেলিম হত্যা সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আরজু বিশ্বাসকে অস্ত্র মামলায় রিমান্ডে এনে সেলিম হত্যা মামলা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।

এ প্রসঙ্গে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী বিডি২৪লাইভকে জানান, গ্রেপ্তারকৃত আরজু বিশ্বাসকে আজ ১০ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়। তাঁর বিরুদ্ধে এর পূর্বে একটি হত্যা ও মারামারির মামলা রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: