বঙ্গোপসাগরে ভয়াবহ ভূমিকম্প

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৪০ এএম

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১। এর জের ধরে কেঁপে ওঠে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন অংশ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে এ ভূকম্পন অনুভূত হয়।

জানা গেছে, মঙ্গলবার রাত ১.৩০টা নাগাদ চেন্নাই থেকে ৬০৯ কিমি দূরে সমুদ্রস্তরের ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

চেন্নাইয়ে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বহুতল ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন মানুষজন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন বাসিন্দারা।

অনেকেই স্মরণ করেছে ২০০৪ -এর সুনামি কিংবা ২০০২-এ গুজরাতের ভূজের ভূমিকম্পের কথা।

এর আগে ওই এলাকায় বেশিরভাগ সময় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় ভূমিকম্প হতে দেখা গিয়েছে। রাতের ভূমিকম্প ২০০৪ সালের সুনামির আতঙ্ক মনে করিয়ে দিয়েছে বলে টুইটারে মন্তব্য করেছেন অনেকে।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: