খালেদাকে মুক্ত করতে বিএনপিকে যে পরামর্শ দিল তথ্যমন্ত্রী

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫১ পিএম

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত আলাদা হয়ে যাচ্ছে এই খবর বেড়িয়েছে। কিন্তু খবরের ভেতরে দেখলাম জামায়াত প্রকৃতপক্ষে বিএনপিকে ছেড়ে চলে যাচ্ছে। অর্থাৎ বিএনপি চায় না তাদেরকে (জামায়াতকে) ছাড়তে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যদি তাদের ত্যাগ করে বলত যুদ্ধাপরাধীদের সঙ্গে আমরা নির্বাচন-আন্দোলন করে ভুল করেছি, আমাদের উপলব্ধি হয়েছে যুদ্ধাপরাধীদের দল তাদের সঙ্গে আমরা থাকব না। এই ঘোষণা দিয়ে বিএনপি জামায়াতকে ছেড়ে অতীতের জন্য ক্ষমা প্রার্থনা করে জামায়াতকে তাদের জোট থেকে বের করে দিলে আমরা বিএনপিকে সাধুবাদ জানাবো।

জামায়াতের সঙ্গে বিচ্ছেদ বিএনপির কৌশল কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বিএনপির কৌশল হতে পারে। অনেক প্রেম যখন খুব গভীর হয় তখন সমাজ থেকে তারা যখন বাধাগ্রস্ত হয় তখন প্রেমিক-প্রেমিকা নানা ধরনের কৌশল অবলম্বণ করেন, এটাও তাদের মত কোন কৌশল কিনা সেটা দেখার বিষয়।

মন্ত্রী বলেন, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জন্য। খালেদা জিয়া কিংবা কোন বন্দিকে মুক্তি দেওয়ার এখতিয়ার নেই প্রধানমন্ত্রীর। খালেদা জিয়াসহ যেকোন বন্দিকে মুক্তি দেওয়ার এখতিয়ার আদালতের। রিজভী আহমেদ বারবার একই আহ্বান জানিয়ে প্রকৃতপক্ষে আদালতের প্রতি অশ্রদ্ধা জানাচ্ছেন, আইন আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছেন।

তিনি বলেন, তার (রুহুল কবির রিজভী) কথায় মনে হচ্ছে প্রধানমন্ত্রীকে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে হবে। সুস্পষ্টভাবে তার কথার মাধ্যমে তিনি আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন, আইনের প্রতি অশ্রদ্ধা জানিয়েছেন।

তথ্যমন্ত্রী বলেন, যেকোন বন্দি যদি তার দোষ স্বীকার করে মহামান্য রাষ্ট্রপতির কাছে মার্জনা প্রার্থনা করেন, তাহলে রাষ্ট্রপতি মার্জনা করে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে পারেন। রিজভী আহমেদ ও বিএনপি খালেদা জিয়ার মুক্তি চাইলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের এগোতে হবে। আর আইনি প্রক্রিয়ার মাধ্যমে না গিয়ে যদি অন্য কোন পথে খালেদা জিয়ার মুক্তি চান সেটি সম্ভবপর নয়। তাদের কাছে আরেকটি পথ খোলা আছে সেটি হলো খালেদা জিয়া তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন, তাহলে রাষ্ট্রপতি ক্ষমা প্রার্থনা করে তাকে মুক্তির ব্যবস্থা করতে পারেন। এর বাইরে কোন সুযোগ নেই।

বিডি২৪লাইভ/এসএইচআর/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: