২ কোটি টাকার যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার 

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১১ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে দুই কোটি টাকা মুল্যের ভারতীয় যৌন উত্তেজক বিভিন্ন প্রকারের ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার পৌর এলাকার লক্ষীপুর সীমান্তে পাচারের সময় এগুলো উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল্লাাহ আল ফারুকী বলেন, এক সপ্তাহ আগে থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি-লক্ষীপুর সীমান্ত এলাকা দিয়ে দুই কোটি টাকা মুল্যের ভারতীয় মালামাল বাংলাদেশে আনা হবে। এমন সংবাদে বিজিবির গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। মঙ্গলবার ভোরে দুই লাখ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা, সেনেগ্রা ও টার্গেট বাংলাদেশে পাচারকালে বিজিবি অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিজিবি প্যাকেটভর্তি দুই কোটি টাকা সমমানের ওই ট্যাবলেটগুলো উদ্ধার করে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: