২ দিনে ৮৩ জন আটক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৩ পিএম

বগুড়ায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গত রবিবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত ৪৮ ঘন্টায় ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত অভিযানে সদর থানার ৮ মামলায় ২৮ জনকে গ্রেফতার হয়েছে।

এ সময় ২২৫ পিস ইয়াবা, ১২ বোতল ফেনসিডিল, এক কেজি গাঁজা ও আড়াই গ্রাম হেরোইন উদ্ধার হয়।এছাড়া অন্যান্য থানা থেকে মোট ১২ মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে আরও ৩৮০ পিস ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল ও দুই গ্রামে হেরোইন উদ্ধার করা হয়েছে।

এবং সোমবার দুপুর থেকে মঙ্গলবার  দুপুর পর্যন্ত মোট চব্বিশ ঘন্টার অভিযানে জেলায় ২৫ মামলায় ৪০ জন  মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক হয়েছে। উদ্ধার হয়েছে ১০৫০ পিস ইয়াবা,৬১ বোতল ফেন্সিডিল,১ কেজি গাঁজা, ৩০০ এম্পুল নেশাজাতীয় ইঞ্জেকশন। 

এ ব্যাপারে বগুড়ার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। কোন ভাবেই মাদক কারবারীদের ছাড় দেয়া হবে না।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: