‘ছাত্রদল-শিবির একই মায়ের পেটের দুই সন্তান’

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:১৬ এএম

ছাত্রদল-শিবির একই মায়ের পেটের দুই সন্তান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে উপস্থাপক গোলাম রাব্বানীর কাছে জানতে চান, কয়েকদিন আগে আপনি কথা দিয়েছিলেন ছাত্রদল নেতাকর্মীর পরিচয়ে কোনো নিয়মিত শিক্ষার্থী থাকলে আমরা কোনো ধরণের সমস্যা করব না। সেই কথার পর আপনারা আর কি করলেন। আরেকটি প্রশ্ন হচ্ছে এটাও পরিস্কার কোন ছাত্রকে হলে থাকতে গেলে তাকে আপনাদের প্রতিশ্রুতির উপর নির্ভর করতে হবে?

জবাবে গোলাম রাব্বানী বলেন, কথায় আছে, ‘না কানলে মায়ও দুধ দেয় না’। দশ বছর আগে রোকেয়া হলের সামনে হাকিম চত্তরে ছাত্রদলের দুই গ্রুপে নিজেদের মধ্যে গোলাগুলি হয়েছিল। সেই ঘটনার পরে তারা আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাস ছাড়ে। এরপর সর্বশেষ দশ বছরে তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসে আসা অথবা এমন কোন কার্যক্রম আমাদের চোখে পরেনি।

গোলাম রাব্বানী আরও বলেন, হলে ছাত্র উঠা-নামার ব্যাপারটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখতিয়ার। আমাদের জানা মতে ছাত্রদলের প্রত্যেকটি কমিটির দায়িত্বে যারা আছে তাদের কারোরই ছাত্রত্ব নেই। এ ক্ষেত্রে আমাদের করণীয় কিছুই নেই।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রদল এবং শিবির একে অন্যের পরিপূরক। তারা একদিন নিজেই বলেছে, ছাত্রদল-শিবির একই মায়ের পেটের দুই সন্তান। সেক্ষেত্রে যাদের কাছে জিহাদি বই পাওয়া গেছে, ধর্মীয় উস্কানিমূলক পোস্ট পাওয়া গেছে তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে আইনের আওতায় আনা হয়েছে।

বিডি২৪লাইভ/এআইআর/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: