নদ-নদী দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৪ পিএম

ঝিনাইদহের নদ-নদীগুলো দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণ কমিটির আয়োজনে বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা অংশ নেয়। এতে বক্তব্য রাখেন জেলা পরিবেশ ও জীব বিচিত্র সংরক্ষন কমিটির সভাপতি মাসুদ আহম্মেদ সঞ্জু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক এ্যাড. শেখ সেলিম, আলাউদ্দিন আজাদ, পরিবেশবিদ ফজলুর রহমান খুররম, এডভোকেট গৌতম বাবু প্রমুখ।

এ সময় বক্তারা, ঝিনাইদহের উপর দিয়ে বয়ে যাওয়া নদ-নদীগুলো দখলমুক্ত করে নাব্যতা ফিরিয়ে আনতে খননের দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। 

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: