নেত্রকোনায় দুই দিনব্যাপী বসন্তকালিন সাহিত্য উৎসব

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৩ পিএম

নেত্রকোনা দুদিনব্যাপী ২৩তম বসন্তকালিন সাহিত্য উৎসব গতকাল বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে নেত্রকোনা পাবলিক লাইব্রেরীর বকুল তলায় বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে।

নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং সম্পাদক সাইফুল্লাহ এমরানের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্ধোধন করেন জেলা উদীচীর সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু।

পরে উদীচীর পরিবেশনায় জাতীয় সঙ্গীত এবং সূচনা সঙ্গীতের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়। দু’দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে অনুষ্ঠানের মধ্যে ছিল বর্নাঢ্য র‌্যালি, নৃত্য, ছড়াও কবিতা পাঠ,স্মৃতিচারণ, আলোচনা সভা ও সাহিত্য পুরস্কার বিতরণ।

এবার খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার প্রদান সাহিত্য পুরস্কার পেয়েছেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক ড. রফিক উল্লাহ খান এবং খ্যাতিমান কবি মারুফুল ইসলাম।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: