ভোলায় জেলেদের মধ্যে দু’গ্রুপের সংঘর্ষ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:২০ পিএম

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে জাল পাতাকে কেন্দ্র করে  জেলেদের দুই গ্রুপের সংর্ঘষের ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে তজুমদ্দিন উপজেলার বাসভাঙ্গা চরের পূর্ব পাশের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহত জেলেদের স্থানীয়রা উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হসাপতালে ভর্তি করেছে।

আহতরা হলেন, (৪২), মোঃ শহিদ মাঝি (৪৫), মোঃ লোকমান হোসেন (৩৫), মোরশেদ মাঝি (৩৬), আজাদ মাঝি (২৮), বেল্লাল হোসেন (২৫), মোঃ খাজা (২৩)। তবে প্রাথমিকভাবে সবার নাম পাওয়া যায়নি। আহতরা সবাই তজুমদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আহত জেলে লোকমান হোসেন জানান, বিকেলের দিকে বাসভাঙ্গা চরের পূর্ব পাশের মেঘনা নদীতে কালাম মাঝি জাল পাতলে ওই সময় তার জালের উপর সুফিযান মাঝি পড়ে। এতে সুফিয়ান মাঝি ও কালাম মাঝির মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের দুই গ্রুপের সংর্ঘষ বাঁধে এতে উভয় গ্রুপের প্রায় ১০ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, জেলেরা এ বিষয়ে এখনও থানায় কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: