কোচিং সেন্টারের ৭ শিক্ষকের অর্থদণ্ড

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪২ পিএম

ভোলার চরফ্যাসনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার পরিচালনা করায় ‘স্টাডি কেয়ার একাডেমী’ তালাবদ্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এসময় প্রতিষ্ঠানটির ৭ শিক্ষকের প্রত্যেককে ২শ’টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। শনিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরফ্যাসন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশীষ কুমার এই দণ্ডাদেশ প্রদান করেন।

দন্ডিতরা হলেন- মো. রাহাত হোসেন, মো. রাফসান, মিসেস আইরিন, মো. হেলাল উদ্দিন, জহিরুল ইসলাম, রাজিব চন্দ্র দাস ও সোয়াইব হায়দার।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশীষ কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দোষীসাব্যস্ত হওয়ায় শিক্ষকদের অর্থদন্ড এবং প্রতিষ্ঠানটি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তালাবদ্ধ করে দেয়া হয়েছে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: