প্রতিবন্ধি কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩০ এএম

হারুন-অর-রশীদ,
ফরিদপুর থেকে:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডারসহ সব ধরণের প্রতিবন্ধি ব্যক্তির ক্ষমতায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ফরিদপুরে কম্পিউটার বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ নেয়া ২০ প্রতিবন্ধির মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

ফরিদপুর শহরের কমলাপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের হলরুমে সনদপত্র প্রদান করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এএসএম আলী আহসান। বি.সি.সি প্রকল্পের উপ-পরিচালক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো, কম্পিউটার কাউন্সিলের প্রশিক্ষক (আইটি) আশরাফুল ইসলাম, প্রশিক্ষক (এনডিডি কাম প্লেসমেন্ট অফিসার) মোঃ আক্তার হোসেন প্রমুখ।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: