শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত শহীদ মিনার

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৩৭ পিএম

ভাষা আন্দোলনের মধ্য দিয়েই এসেছে আমাদের প্রথম স্বাধীনতা। ১৯৫২ সালে ভাষার দাবীতে প্রাণ বিসর্জন দেওয়া আমাদের পরবর্তী আন্দোলন সংগ্রাম গুলোর অনুপ্রেরণা যুগিয়েছে।

ভাষা শহীদদের স্মরণ করতে প্রস্তুত হচ্ছেন পুরো বাঙ্গালী জাতি। এরই ধারাবাহিকতায় পিছিয়ে নেই রাজবাড়ীর পাংশা উপজেলা। পাংশা সরকারি কলেজ প্রাঙ্গনে শহীদ মিনারে চলছে পরিচ্ছন্নতার কাজ। একই সাথে প্রস্তুতি চলছে আলোকসজ্জাসহ বিভিন্ন দিকের।

রবিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে পাংশা সরকারি কলেজ প্রাঙ্গনে গিয়ে শহীদ মিনার এলাকা পরিছন্ন করতে দেখা যায় আর এ কাজের দেখভাল করছেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাঃ আতাউল হক খান চৌধুরী।

তিনি বলেন, ২১ ফ্রেরুয়ারী আমাদের জাতীয় দিবস সমূহের অন্যতম। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে। কলেজ প্রাঙ্গনে শহীদ বেদীতেই পাংশা উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবে। তাই আমরা যত্ন সহকারে শহীন মিনার প্রাঙ্গণটি সুন্দর করার চেষ্টা করছি।

পাংশা সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল মোরশেধ রঞ্জু এ কাজের তদারকি করে আসছেন। তিনি বলেন, এটা আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে রাজবাড়ী জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: