সমালোচনার জবাব দিলেন সানিয়া মির্জা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৪ এএম

‘কোনো আক্রমণের নিন্দা করার জন্য প্রকাশ্যে অথবা ছাদের উপরে উঠে চিৎকার করে কিংবা সোশ্যাল মিডিয়ায় বলার প্রয়োজন নেই আমার। অবশ্যই সন্ত্রাসবাদ অথবা যারা এটা ছড়ায়-আমি তাদের বিরোধী। কেন বার বার আমাকে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে, আমি সেলেব্রিটি বলে?’

এভাবেই কঠোর ভাষায় সমালোচকদের ওপর নিজের রাগ ঝাড়লেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের হামলায় ৪০জন সেনা সদস্য নিহত হওয়ার ঘটনায় উত্তাল হয়ে আছে ভারত। সবাই যখন নিহতদের জন্য শোক প্রকাশ করছিলেন, তখন সানিয়া মির্জা নিজের পোশাকের ছবি পোস্ট করেছিলেন। এই ছবি পোস্ট করেই তিনি তীব্র সমালোচনার মুখে পড়েন।

সানিয়া আরও বলেন, ‘আমি দেশের হয়ে খেলি, দেশের হয়ে ঘাম ঝরাই। এভাবেই দেশের সেবা করি। সিআরপিএফ জওয়ান এবং তাদের পরিবারের পাশে আছি আমি। জানি, ওরাই হলেন আসল নায়ক, যারা দেশকে রক্ষা করেন। ভারতের জন্য ১৪ ফেব্রুয়ারি একটি কালো দিন হয়ে থাকবে। এ রকম দিন যেন আর না আসে। এই দিনটা ভোলা সম্ভব নয়, ভুলতে দেয়া যাবে না। কিন্তু আমি শান্তির জন্যই প্রার্থনা করব এবং আশা করব, আরও ঘৃণা না ছড়িয়ে আপনারাও তাই করবেন।’

সানিয়া আবেদন করে লিখেন, ‘দেশকে সেবা করার রাস্তা খুঁজে বের করুন, নিজের কাজটা ঠিক মতো করুন। আমরাও সেটা করছি। সোশ্যাল মিডিয়ায় কিছু ঘোষণা না করেই করছি।’

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: