ফরায়েজ ও আমীনশীপ কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১২ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় ১৫দিন ব্যাপী ফরায়েজ ও আমীনশীপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে  এ কর্মশালা সম্পন্ন হয়।

আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের ক্রিড়া শিক্ষক এস.এম ইকবালের সঞ্চালনায় অধ্যক্ষ এ.কে.এম ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা শহিদুল কবির সেলিম।

কর্মশালায় ১৫জন প্রশিক্ষকের কাছ থেকে উপজেলার বিভিন্ন কলেজ-মাদরাসা-স্কুলের শিক্ষক ও জনপ্রতিনিধি সহ শতাধিক প্রশিক্ষনার্থী অংশ নেন।
আধুনগর ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণির সার্বিক সহযোগীতায় উপজেলা  নির্বাহী কর্মকর্তা আবু আসলাম উক্ত কর্মশালার আয়োজন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আসলাম বলেন, বর্তমানে দেশে ভূমি সংক্রান্ত নানা জঠিলতার কারণে সাধারণ জনগণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ সমস্যা থেকে মুক্তি দিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন  স্কুল-মাদরাসা-কলেজের শিক্ষকদের নিয়ে আমার ব্যক্তিগত উদ্যোগে এ কর্মশালার আয়োজন করি। আশা করি এ কর্মশালার মাধ্যমে এ উপজেলার সাধারণ জনগন উপকৃত হবে।

বিডি২৪লাইভ/এজে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: