খাগড়াছড়িতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন যারা

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১০ এএম

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ি পার্বত্য জেলায় মোট ১০২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৭ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। এরা হলেন- আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রাথী মো: শানে আলম, জাতীয় পাটি সমর্থিত প্রাথী মো: নজরুল ইসলাম মাসুদ, আঞ্চলিক সংগঠন প্রসীতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) চঞ্চুমনি চাকমা ও আঞ্চলিক রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস-এমএন) তরুণ আলো দেওয়ান ও স্বতন্ত্র প্রার্থী আইনাল হক।

ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন- জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদী হাসান হেলাল, আক্তার হোসেন, ফারুক ভূইয়া, রুতান চৌধুরী, রণিক ত্রিপুরা, জয় কুমার চাকমা ও আবু হানিফ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরা হলেন- বিউটি রানী ত্রিপুরা, নিউসা মগ, সালমা আহসান মৌ ও নাসিমা বেগম।

দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন। এরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা জনসংহতি সমিতির (এমএন লারমা) সহ-সাংগঠনিক সম্পাদক প্রফুল্ল কুমার চাকমা, কেন্দ্রীয় পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রাজ্যময় চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ধর্মবীর চাকমা, ৩নং কবাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশ্ব কল্যাণ চাকমা, প্রিয়দর্শী চাকমা, উমেশ কান্তি চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি সাধন চন্দ্র চাকমা।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৪ জন। এরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মোস্তফা কামাল মিন্টু, উপজেলা জনসংহতি সমিতি (এমএন লারমা)র নেতা সমদা নন্দ চাকমা, সুসময় চাকমা, অনুপম চাকমা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৩ জন। এরা হলেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এবং কবাখালী ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার সীমা দেওয়ান এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান গোপা দেবী চাকমা এবং লিপি দেওয়ান।

মাটিরাঙ্গায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ২ জন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো: তাজুল ইসলাম।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৫ জন। এরা হলেন- গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মনির হোসেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আলী হোসেন, যুবলীগ নেতা মো: আনোয়ার হোসেন, বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আবুল বশর, বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মো: আনিছুজ্জামান ডালিম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ২ জন। এরা হলেন- মাটিরাঙ্গা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হোসনে আরা বেগম। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মাটিরাঙ্গা উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসেস হাসিনা বেগম।

মানিকছড়িতে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো: জয়নুল আবেদিন। এখানে চেয়ারম্যান পদে প্রার্থী ১ জনই।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৫ জন। এরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো: তাজুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগ সহ-সভাপতি মো: সামায়উন ফরাজী সামু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: জাহেদুল আলম মাসুদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: ইদ্রিস ইসলাম বাচ্চু ও উপজেলা আনসার ও ভিডিপি’র পিসি মো: নাছির উদ্দীন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৪ জন। এরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, সাবেক সংরক্ষিত ইউপি সদস্য শিউলি বেগম, সাবেক সংরক্ষিত ইউপি মহিলা সদস্য ডলি চৌধুরী ও নুরজাহান আফরিন লাকি।

পানছড়িতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন ৫ জন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিজয় কুমার দেব, (ইউপিডিএফ) সমর্থিত প্রার্থী অনিল কান্তি চাকমা, শান্তি জীবন চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিকের মিটন চাকমা, স্বতন্ত্র শ্যামল কান্তি চাকমা ও অনিল কান্তি দে। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন। এরা হলেন- সাংবাদিক শাহজাহান কবির সাজু, মো: এমরান হোসেন, আয়ন চাকমা মুকুল, হারুনুর রশিদ, চন্দ্র দেব, মনিন্দ্র লাল ত্রিপুরা।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। এরা হলেন- মিলন বিবি, মনিকা ত্রিপুরা ও রত্না তংচঙ্গা।

রামগড়ে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৫ জন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক বিশ্ব প্রদীপ ত্রিপুরা, উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো: আব্দুল কাদের, পৌর আওয়ামী লীগের আহবায়ক মো: রফিকুল আলম (কামাল), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক কাজী নুরুল আলম (আলমগীর), আবু বকর সিদ্দিক।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২ জন। এরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মো: জিয়াউল হক (শিপন), উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: আনোয়ার ফারক।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন। এরা হলেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিউসং চৌধুরি, মিসেস নাসিমা আহসান নিলা ও হাসিনা বেগম।

লক্ষ্মীছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত বাবুল চৌধুরী, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উগ্যপ্রু মারমা, বর্মাছড়ি ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বপন চাকমা, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজেন্দ্র চাকমা, বর্মাছড়ি ইউপির সাবেক চেয়ারম্যান নীলবর্ণ চাকমা। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে।

&dquote;&dquote;মহালছড়িতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত ক্যজই মারমা, (জেএসএস-সংস্কার) বর্তমান চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ( জেএসএস-সংস্কার) কাকলি খীসা, একেএম হুমায়ুন কবির, সোনারতন চাকমা, সুকুমার চাকমা।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। এরা হলেন- জিয়াউর রহমান, জসিম উদ্দীন, কেচিং মিং চৌধুরী, হৃদয় চাকমা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। এরা হলেন- সুইংনুচিং চৌধুরী, শেফালি আক্তার, ভুমিকা ত্রিপুরা, অংম্রা মারমা, স্বপ্না চাকমা মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে এ জেলার নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: