‘ভাষার গান’ নিয়ে এলো মোজো

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৯ এএম

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ফেইসবুক ও ইউটিউবে বাংলা ভাষা নিয়ে তিনটি ঐতিহাসিক গান ও কবিতার সমন্বয়ে ‘ভাষার গান’ নিয়ে এলো তারুন্যের ব্র্যান্ড হিসেবে পরিচিত মোজো।

প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’ থেকে শুরু করে আব্দুল লতিফের ‘ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়’ সংযুক্তির পাশাপাশি আব্দুল গাফফার চৌধুরীর ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ স্থান পেয়েছে গানের মিউজিকটিতে।

নির্মাতা আবুল খায়ের চাঁদের পরিচালনায় গীতিকার আমজাদ হোসেনের পুনঃবিন্যাসে সমন্বিত গানটিতে কন্ঠ দিয়েছেন একঝাক তরুন শিল্পী এবং মোজোকে পরিকল্পনায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জনপ্রিয় শিল্পী স্বপ্নীল সজীব।

ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে তরুনদেরকে বাংলা ভাষা ও দেশপ্রেমে উজ্বীবিত করার উদ্দেশ্যে গান ও কবিতার সমন্বয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে মোজোর পক্ষ থেকে।

পাওয়ার ভয়েস প্রতিযোগিতার শিল্পী কর্নিয়া, প্রতীক হাসান এবং স্বপ্নীল সজীবের সাথে রয়েছেন নাদিয়া ডোরা। ভিডিওটিতে আবৃত্তি যোগ করেছেন সামিউল ইসলাম পোলাক।

আয়োজকরা বলেছেন, আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের ইতিহাস সংক্ষিপ্তভাবে এই মিউজিক ভিডিওটির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে যা নতুন প্রজন্মের শিল্পীদের দ্বারা এবং সেই সাথে মোজোর পক্ষ থেকে রয়েছে সকল ভাষা শহীদদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা।

ভাষার এ মিউজিক ভিডিওটি পাওয়া যাবে মোজো ফেইসবুক পেইজ-এ f/mojomasti ও মোজো ইউটিউব পেইজে।

বিডি২৪লাইভ/এমএম/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: